ইবনে হিশাম (রহ.) বলেন, আবু সালামা ইবনে আব্দুর রহমানের মাধ্যমে আমার কাছে যা পৌছেছে, সে অনুসারে সর্বপ্রথম রাসুলুল্লাহ্ ( ﷺ ) যে খুতবাহ (ভাষণ) প্রদান করেন (তিনি যা বলেননি তা বলেছেন এ উক্তি করা থেকে আমরা আল্লাহ্’র নিকট আশ্রয় চাই) তা হলো এই, রাসুলুল্লাহ্ ( ﷺ ) তাদের মধ্যে দাড়ালেন এবং আল্লাহ্’র প্রশংসা করলেন (যার তিনি উপযুক্ত)। অতঃপর তিনি বললেন, ... Read More »
