১- জাহান্নামের গভীরতা এমন যে, এর মুখ থেকে একটি পাথর ফেলে দিলে জাহান্নামের তলদেশে পৌছাতে ৭০ বছর সময় লাগে।
২- বিচারের দিন জাহান্নামকে ৭০হাজার শিকল দ্বারা টেনে আনা হবে যার প্রত্যেক শিকল ৭০হাজার ফেরেশতা বহন করবেন।
৩- জাহান্নামে চাঁদ এবং সূর্যকে নিক্ষেপ করা হবে আর জাহান্নামে তা অবলীলায় হারিয়ে যাবে।
৪- জাহান্নামবাসীর শরীরের চামড়া ১২৬ফুট পুরুকরে দেওয়া হবে যাতে করে আযাব অত্যন্ত ভয়াবহ হয়। তাদের শরীরে আরও থাকবে তিলযার এক একটি হবে উহুদ পাহাড়ের সমান। আর জাহান্নামবাসীর বসার জায়গা হবে মক্কা থেকে মদীনা পর্যন্ত দূরত্বের সমান।
৫- প্রতিদিন জাহান্নামের আযাব পূর্বের দিন থেকে আরও তীব্রআর ভয়াবহ করা হবে।
৬- জাহান্নামের খাদ্যহবে কাঁটাযুক্ত গাছ আর পানীয় হবে ফুটন্ত পানি, পুঁজ,পুঁজ ও রক্তের মিশ্রণ এবং উত্তপ্ত তেল। এরপরও জাহান্নামবাসীর পিপাসা এত বেশি হবে হবে যে তারা এই পানীয় পান করতে থাকবে।
৭- জাহান্নামের এই ভয়াবহ কল্পনাতীত আযাব অনন্ত কাল ধরে চলতে থাকবে। জাহান্নামবাসীরা একপর্যায়ে জাহান্নামের দেয়াল টপকিয়ে পালাতে চেষ্টা করলে তাদেরকে লোহহাতুড়ি দ্বারা আঘাত করে ফেলে দেওয়া হবে।
আল্লাহ আমাদের জাহান্নাম থেকে মুক্তি দানকরুন – আমিন।
কিতাবুল ইলম কুরআন ও সুন্নাহ'র আলোকে জান্নাত মূখী জীবন গড়ি।
Allah amaderke jahannamer AGUN teke pana dio.
Ameen.