নির্বাচিত পোস্টসমূহ
Home » আল- হাদীস » তারাবী নামাজ বিশ রাকাত

তারাবী নামাজ বিশ রাকাত

*** হাদিস নং ০১
ﺣﺪﺛﻨﺎ ﻳﺰﻳﺪ ﺑﻦ ﻫﺎﺭﻭﻥ ﺍﻧﺒﺄﻧﺎ ﺍﺑﺮﺍﻫﻴﻢ ﺑﻦ
ﻋﺜﻤﺎﻥ ﻋﻦ ﺍﻟﺤﻜﻢ ﻋﻦ ﻣﻘﺴﻢ ﻋﻦ ﺍﺑﻦ ﻋﺒﺎﺱ
ﺃﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻛﺎﻥ
ﻳﺼﻠﻲ ﻓﻲ ﺭﻣﻀﺎﻥ ﻋﺸﺮﻳﻦ ﺭﻛﻌﺔ ﻭﺍﻟﻮﺗﺮ –
অর্থঃ- হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত, রাসুল সাঃ রমজান মাসে বিশ রাকাত তারাবী ও তিন রাকাত বিতির আদায় করতেন। (মুসান্নাফ ইবনে শায়বা ৫/২২৫)

*** হাদিস নং ০২—
ﺣﻤﻴﺪ ﺑﻦ ﻋﺒﺪ ﺍﻟﺮﺣﻤﻦ ﻋﻦ ﺣﺴﻦ ﻋﻦ ﻋﺒﺪ
ﺍﻟﻌﺰﻳﺰ ﺑﻦ ﺭﻓﻴﻊ ﻗﺎﻝ ﻛﺎﻥ ﺍﺑﻰ ﺑﻦ ﻛﻌﺐ
ﻳﺼﻠﻰ ﺑﺎﺍﻟﻨﺎﺱ ﻓﻰ ﺭﻣﻀﺎﻥ ﺑﺎﻟﻤﺪﻳﻨﺔ
ﻋﺸﺮﻳﻦ ﺭﻛﻌﺔ –
আব্দুল আজিজ ইবনে রুফাই বলেন, উবাই ইবনে কায়াব রাঃ রমজান মাসে মদিনাতে বিশ রাকাত তারাবী আদায় করতেন।
(মুসান্নাফ ইবনে আবি শায়বা ৫/২২৪)

*** হাদিস নং ০৩—-
ﻗﺎﻝ ﺍﻷﻋﻤﺶ ﻛﺎﻥ ﺃﻯ ﺍﺑﻦ ﻣﺴﻌﻮﺩ ﻳﺼﻠﻰ
ﻋﺸﺮﻳﻦ ﺭﻛﻌﺔ ﻭﻳﻮﺗﺮ ﺑﺜﻼﺙ –
অর্থঃ- ইমাম আমাশ বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাঃ বিশ রাকাত তারাবী ও তিন রাকাত বিতির পড়তেন। (তুহফায়ে আহওয়াযী ৩/৪৪৫)

*** হাদিস নং ০৪–
তাবেয়ী আবুল বাখতারী রমজান মাসে পাচ তারবিয়া অর্থাৎ ২০ রাকাত তারাবী পড়তেন এবং তিন রাকাত বিতির পড়তেন। (মুসান্নাফ ইবনে আবি শায়বা ৫/২২৪)

*** হাদিস নং ০৫—
বিখ্যাত তাবেয়ী আব্দুর রহমান ইবনে হরমুজ ইবনে আল আ’রজ বলেন, আমি রমজান মাসে মুসল্লিদেরকে দেখতাম কাফেরদের উপর অভিশাপ দিচ্ছে। কারী সাহেব তারাবী নামাজের প্রথম আট রাকাতে সুরা বাকারা পড়তেন। যখন ১২ রাকাত পড়া হত তখন দেখতাম আস্তে আস্তে ছোট সুরা পড়তেছেন। (মুয়াত্তা মালেক ৪০)

Did you like this? Share it:

About কিতাবুল ইলম

রাসুল সাঃ বলছেন, "প্রচার কর, যদিও তা একটি মাত্র আয়াত হয়" সেই প্রচারের লক্ষে আমরা। 'আপনিও হোন ইসলামের প্রচারক' প্রবন্ধের লেখা অপরিবর্তন রেখে এবং উৎস উল্লেখ্য করে আপনি Facebook, Twitter, ব্লগ, আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]

Leave a Reply