নির্বাচিত পোস্টসমূহ
Home » English » “Kitabulilm.com – কিতাবুল ইলম” ফেসবুক পেইজে ৫০ হাজার ফ্যান উপলক্ষে সবাইকে মোবারকবাদ।

“Kitabulilm.com – কিতাবুল ইলম” ফেসবুক পেইজে ৫০ হাজার ফ্যান উপলক্ষে সবাইকে মোবারকবাদ।

আস- সালামু আলাইকুম

প্রথমেই লক্ষ কোটি শুকরিয়া রাব্বুল আলামিনের দরবারে এবং দুরুদ ও সালাম সোনার মদিনায় রাহমাতুল্লিল আলামিনের কদম মোবারকে। আজ ৫০ হাজার ফ্যান পূর্তিতে আমাদেরকে বলতেই হবে, এ যাত্রাপথে আমরা আপনাদেরকে পাশে পেয়ে আনন্দিত ও কৃতজ্ঞ। আমাদের কার্যক্রমের সাথে আপনারা ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন। আপনাদের সহযোগিতা আমাদের পথ চলতে সাহায্য করেছে, আমাদের কে আরো নতুন কিছু করার প্রেরনা জুগিয়েছে।

Kitabulilm.com – কিতাবুল ইলম” ফেসবুক পেইজটি http://www.kitabulilm.com/ ইসলামিক ওয়েবসাইটের অফিসিয়াল ফ্যান পেইজ। আমাদের ওয়েবসাইট যাত্রা শুরু করে সেপ্টেম্বর ২০, ২০১৩ তে আর ফেসবুক ফ্যান পেইজ যাত্রা শুরু করে নভেম্বর ১১, ২০১৪।

আপনাদের প্রতিটি কমেন্ট, শেয়ার, লাইক ও ওয়েবসাইটে ভিজিট আমাদেরকে উৎসাহ জুগিয়েছে আরো ভালো কিছু করতে। শুধু মাত্র আপনাদের সহযোগিতার জন্য “Kitabulilm.com – কিতাবুল ইলম” ফেসবুক পেইজটি আজ শক্ত একটি অবস্থানে আসতে সক্ষম হয়েছে।

সম্মানিত বন্ধুগণ, আমাদের এ পথ চলা সম্ভব হয়েছে আপনাদের ভালবাসা, আপনাদের সহযোগিতা আর দোয়ার বরকতে। খুব সত্য কথা এই যে, আপনাদেরকে পাশে না পেলে আমরা হয়ত এ কঠিন পথ চলতে পারতাম না। হয়তো থমকে যেতাম অনেক আগেই। আল্লাহর রহমত ও আপনাদের অনুপ্রেরনাই আজ আমারা এতো দূর, আলহামদুলিল্লাহ।

এই পেইজ কিংবা ওয়েবসাইট থেকে কতটুকু আপনারা উপকৃত হচ্ছেন জানি না তবে বিশ্বাস করি কিছুটা হলেও আমরা চেষ্ঠা করেছি, ইন-সা-আল্লাহ চেষ্ঠা করে যাবো দম যাওয়ার আগ পর্যন্ত। আমাদের জন্য দোয়া করবেন যেন আরোও এগিয়ে যেতে পারি। কুরআন ও সুন্নাহ’র আলোকে নিজেদের জীবনকে আমরা যেন জান্নাতমুখী করে তুলতে পারি। আল্লাহ আল্লাহ’র রাসুল (সা) এর অনুগত্য করে কালেমায়ে শাহাদাহ মুখে নিয়ে মরতে পারি, আমিন।

একটি বিশেষ অনুরোধ:
বিভিন্ন রকমের ইসলামিক ভিডিও দেখতে আমাদের ইউটুব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ইউটুব চ্যানেল লিংক-Youtube.com/kitabulilm

বিশেষ দ্রষ্টব্য: http://www.kitabulilm.com/ একটি অলাভজনক ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইট কিংবা ফেসবুক পেইজ, গ্রুপ, টুইটার, গুগল প্লাস বা ইউটুব থেকে কোনো ধরনের টাকা আয় করা হয় না। আমাদের উদ্দেশ্য আল্লাহ ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর রাজি খুশি।

ধন্যবাদান্তে
-৭৮৬ এডমিন প্যানেল।

Did you like this? Share it:

About কিতাবুল ইলম

রাসুল সাঃ বলছেন, "প্রচার কর, যদিও তা একটি মাত্র আয়াত হয়" সেই প্রচারের লক্ষে আমরা। 'আপনিও হোন ইসলামের প্রচারক' প্রবন্ধের লেখা অপরিবর্তন রেখে এবং উৎস উল্লেখ্য করে আপনি Facebook, Twitter, ব্লগ, আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]

Leave a Reply